Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিসহ আওয়ামী কর্মকর্তাদের অপসারণ দাবি, কৃষি সম্প্রসারণে অস্থিরতা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৪:৫২ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:২৭

রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরে অবস্থান কর্মসূচি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের কৃষি খাতের প্রাণভোমরা খ্যাত কৃষি সম্প্রসারণ অধিদফতরে (ডিএই) অস্থিরতা ও সংকট দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এ সময় কিছু শিক্ষার্থীও তাদের সঙ্গে অংশ নেয়।

রোববার (১৬ মার্চ) রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খামারবাড়িতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ প্রতিষ্ঠানটিতে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

দুপুর ১২টার দিকে দেখা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলামের (মুকুল) নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছে। সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেয়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়। তবে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

এর আগে, গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

খামারবাড়িতে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘কৃষি সচিব আওয়ামী লীগের কৃষি কর্মকর্তাদের পুর্নবাসন করছেন। তারা কোনভাবেই আওয়ামী কোন কর্মকর্তাদের পুর্নবাসন চান না। প্রয়োজনে বর্তমান কৃষি সচিবেরও অপসারণ চান তারা।’

এর আগে, রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলি ঠেকাতে মহাপরিচালকের (ডিজি) অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন কর্মকর্তা। কৃষি উপদেষ্টা ও সচিবেরও সমালোচনা করেছেন তারা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলমের অপসারণ দাবি করেন। তবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ছাড়া শীর্ষ অনেক নেতা উপস্থিত ছিলেন না।

সারাবাংলা/ইএইচটি/এমপি

অবস্থান কর্মসূচি আওয়ামী লীগের দোসর কৃষি সম্প্রসারণ অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর