Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক মানের নির্বাচনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইইউ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৪:১৮ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৭:১২

নির্বাচন ভবনে সিইসি কে এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম এম নাসির উদ্দিন বলেছেন, ইইউ দেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। ইসিও এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষভাবর কাজ করছি আমরা।

‎রোববার (১৬ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কে এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যর একটি প্রতিনিধিদল বৈঠকে বসে। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে এসব কথা জানান সিইসি।

বিজ্ঞাপন

‎সিইসি জানান, ইসির কী কী সহায়তা প্রয়োজন সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

‎এ সময় তিনি আরও বলেন, ‘উনারা মূলত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন। ভোটের বাজেট কত, টাকা পয়সা ঠিকমত আছে কি-না, অসুবিধা কোনো রকম আছে কি-না। আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসু্বিধা নাই। সরকারের কাছে বাজেট চেয়েছি।’

‎কে এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘আমরা বলেছি ইউএনডিপি ইতোমধ্যে একটা নিড এসেসমেন্ট করেছেন। একটা টিম পাঠিয়েছিল তারা। তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে৷ বাংলাদেশ উন্নয়নে সহায়তা করতে চান৷ তারা আগামী মাসে একটা কর্মশালা করবেন। সেখানে সিভিল সোসাইটি থাকবে। আমরা পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকতে প্রশিক্ষণ দিতে চেয়েছেন।

‎‎তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের একটা নির্বাচন উনারা দেখতে চান। আমরা বলেছি, এখানে আমাদের দ্বিমত নাই৷ তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযেগ্য নির্বাচন চান, যেটা আমাদেরও ওয়াদা। এটা আমরাও চাই।’

কমিশনার আরও বলেন, ‘‎নিরপেক্ষভারে আমরা কাজ করবো, এটাতো আমরা ঘোষণা দিয়েছি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। এমন কোনো দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আপনাদের সঙ্গে। তো এটা আসলে কী বোঝায়, আমরা কোনোকিছু লুকিয়ে করছি না। আমরা যা করছি একমদ স্বচ্ছতার সঙ্গে। আশা করছি সবার সহযোগিতা নিয়ে করতে পারবো।

বিজ্ঞাপন

‎তিনি জানান, আগামি নির্বাচনী পরিবেশ অতীতের কোনো নির্বাচনী পরিবেশের মতন হবে না। সবাই যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ।

‎সারাবাংলা/এনএল/এমপি

ইইউ নির্বাচন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর