Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১৩:৫০ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:৫৩

বেলকুচি থানা, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ: নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের এক জন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ইফতারের পরেই ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণ কাজ চলছে। এজন্য এলাকাবাসির কাছ থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।

এরই জের ধরে শনিবার (১৫ মার্চ) ইফতারের পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী গুরুতর আহত হয়। রোববার (১৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া উভয় পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রোববার (১৬ মার্চ) সকালে বগুড়া শহিদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/এনজে

চাঁদা নিহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর