সমুদ্রে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর উদ্ধার হলেন জেলে
১৬ মার্চ ২০২৫ ১৩:০৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৩:০৪
প্রায় ৯৫ দিন সমুদ্রে হারিয়ে থাকার পর এক পেরুর জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আন্দিনা শনিবার (১৫ মার্চ) এই তথ্য জানিয়েছে।
৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা ক্যাস্ট্রো গত ৭ ডিসেম্বর দক্ষিণ পেরুর উপকূলীয় শহর মারকোনা থেকে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি যাত্রা পথের দিকনির্দেশনা হারিয়ে ফেলেন, বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে।
১১ মার্চ (মঙ্গলবার) পেরুর উত্তর উপকূলের কাছের সমুদ্রে একটি ইকুয়েডরিয়ান মাছ ধরার নৌকা তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় তিনি মারাত্মক পানিশূন্যতায় ভুগছিলেন এবং আশঙ্কাজনক অবস্থায় ছিলেন।
উদ্ধারের পর স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নাপা ক্যাস্ট্রো জানান, তিনি বেঁচে ছিলেন বৃষ্টির পানি পান করে এবং পোকামাকড়, পাখি ও কচ্ছপ খেয়ে।
রয়টার্সের বরাতে জানা গেছে, শেষ ১৫ দিন তিনি কোনো খাবার ছাড়াই কাটিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকে নাপা ক্যাস্ট্রো বলেন, ‘আমি বলেছিলাম, আমি আমার মায়ের জন্য মরতে চাই না। আমার মাত্র কয়েক মাসের এক নাতনি আছে, তাকে ধরে বেঁচে থাকার চেষ্টা করেছি। প্রতিদিন মায়ের কথা ভাবতাম।’
উদ্ধারের পর, নাপা ক্যাস্ট্রোর মেয়ে ইনেস নাপা টরেস ইকুয়েডরের জেলেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘ধন্যবাদ, ইকুয়েডরিয়ান ভাইয়েরা, আমার বাবাকে বাঁচানোর জন্য। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন।’
তিন মাস ধরে নাপা ক্যাস্ট্রোর পরিবার ও স্থানীয় জেলেরা তাকে খুঁজছিলেন।
সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্যমতে নাপা ক্যাস্ট্রোকে ইকুয়েডর সীমান্তের কাছের পাইতা শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে, শনিবার (১৫ মার্চ) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
সারাবাংলা/এনজে