Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ২৩:০৭ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২৩:১১

দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে শহরের পৌসভার সাহেদনগর (ব্যাপারিপাড়ায়) এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম ওপরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক মিয়ার ছেলে রাজা মিয়া (৪৫) ও সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী গ্রামের পচাতন দাসের ছেলে কমল দাস (৫৩)।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির জানান, ড্রেন নির্মাণের জন্য খননকাজের জন্য পাঁচ শ্রমিক কাজ করছিল। এ সময় পাশ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়েন ওই শ্রমিকরা। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিকের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।

সারাবাংলা/এইচআই

দেয়াল ধস শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর