ওয়ারীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
১৫ মার্চ ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:৪৭
ঢাকা: রাজধানীর ওয়ারীতে বাসার পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে আনোয়ারা বেগম (৫৯) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্রমোহন বসাক স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে গৃহবধুর ছেলে মো. সেলিম জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। ওয়ারীর ওই বাড়ির পাঁচ তলায় ভাড়া থাকেন তারা। তার মা আনোয়ারা বেগম মানসিক রোগী ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তার।
সেলিম আরও জানান, দুপুরে যোহরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তিনি। তখন ফোনে খবর পান, বাসার ছাদ থেকে নিচে পড়ে গেছেন তার মা। সঙ্গে সঙ্গে তিনি বাসায় গিয়ে মুমূর্ষু অবস্থায় তার মাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঢামেকের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্তের জন্য ওয়ারী থানায় অবগত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ