Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ধর্ষণের বিচারের দাবিতে কাফন মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২০:২০ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২২:৩০

কাফন মিছিল

ঢাকা: মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুসহ সব ধর্ষণের বিচার ও ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই কাফন মিছিল শুরু হয়। মিছিলের আগে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করা হয়।

কাফন মিছিল থেকে ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিপীড়কের আস্তানা, জ্বালিয়ে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকের আস্থানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ নানা স্লোগান দেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘বিগত ছয় মাসে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার সক্ষমতা নেই। নারীরা বাইরে যেতে পারছেন না, ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। যার বহিঃপ্রকাশ এই ধর্ষণের ঘটনাগুলো।’

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিনাত আরা বলেন, ‘জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সব নিপীড়নের বিরুদ্ধে। তা আমাদের ভুলে গেলে চলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আমলাতন্ত্রের সঙ্গে পেরে উঠছেন না, পুলিশের সঙ্গে পেরে উঠছেন না। তাই আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। মাগুরার শিশুটিসহ সব ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।

সারাবাংলা/এমএইচ/এসআর

কাফন মিছিল ঢা‌বি ধর্ষণের বিচারের দাবি সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর