Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন হাইজ্যাকের ঘটনায় পালটাপালটি অভিযোগে পাকিস্তান-ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২১:০৫

ছবি: সংগৃহীত

বেলুচিস্তান অঞ্চলে চারশোরও বেশি যাত্রীবাহী ট্রেনে হামলা এবং যাত্রীদের জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ এবং পালটা অভিযোগে জড়িয়েছে পাকিস্তান এবং ভারত। এর ফলে দুই দেশের সম্পর্কের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে।

শুক্রবার (১৪ মার্চ) বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার সঙ্গে ভারতের যোগ রয়েছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছিল পাকিস্তান। সেই অভিযোগ খারিজ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পালটা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তানের এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। ভারতের সঙ্গে এই হামলার কোনো যোগ নেই। শুধু তাই নয়, নাম না করে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বলেও পালটা অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি অন্য কোনো দেশের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলার কথাও বলেছেন।

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকত আলি খান অভিযোগ করেন, পাকিস্তানে ‘সন্ত্রাসবাদ’ চালাচ্ছে ভারত।

তিনি দাবি করেন, গত মঙ্গলবার (১১ মার্চ) কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে যে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছিল, তাদের সঙ্গে আফগানিস্তানের যোগ রয়েছে। ভারতের মতো আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাকিস্তানের তোলা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে সাম্প্রতিক এই হামলার সঙ্গে তাদের কোনোরকম যোগ নেই। একইসঙ্গে পাকিস্তানকে আভ্যন্তরীণ ‘নিরাপত্তা এবং সমস্যার’ দিকে মনোযোগ দেওয়ার অনুরোধও জানিয়েছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস বেলুচিস্তানের বোলান এলাকায় পৌঁছানোর পর সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে পড়ে। হামলার সময় ট্রেনে পাকিস্তানের সামরিক বাহিনীর শতাধিক সদস্যসহ কমপক্ষে চারশোজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। উপস্থিত যাত্রীদের মধ্যে বেশিরভাগ মানুষকেই জিম্মি নেয় আক্রমণকারীরা।

ক্রমে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলে। জিম্মিদের উদ্ধার করতে শুরু হয় বিশেষ অভিযান। প্রায় দুইদিন ধরে চলা এই অভিযানে নিহতদের সংখ্যা সঠিকভাবে এখনো জানানো না হলেও পাকিস্তানি কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে জিম্মি যাত্রীদের উদ্ধারের অভিযান সম্পূর্ণ হয়েছে এবং এতে ৩৩জন আক্রমণকারীর মৃত্যু হয়েছে।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই তার দায় স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এর আগেও এই গোষ্ঠী ওই এলাকার বিভিন্ন অংশে আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। সেই তালিকায় সেনা ছাউনি, রেলওয়ে স্টেশন এবং ট্রেনও রয়েছে। তবে এই প্রথম তারা কোনো ট্রেন হাইজ্যাক করে।

ওই ট্রেন জিম্মি করে বেলুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি জানায় বালোচ লিবারেশন আর্মির সদস্যরা।

সারাবাংলা/এইচআই

ট্রেন হাইজ্যাক পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর