Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে খুলনায় সংঘটিত হচ্ছে এনসিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ০৮:৪৭

খুলনা: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে আত্মপ্রকাশ করা নতুন দল নিয়ে খুলনায় তোড়জোড় চলছে। নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি নামক নতুন দলটি নিয়ে নগরীর অলিতে গলিতে চলছে আলোচনা। জুলাই-আগস্টের আন্দোলনে অংশীজনরা এখানে নতুন দলটিতে সংগঠিত করছে।

জানাগেছে, জেলা ও নগর কমিটি সাজগোজ করার জন্য নতুনরা দৌড়ঝাঁপ করেছে। আন্দোলনের অভিজ্ঞতার ঝুলিতে ভারি হলেও এ নগরীর রাজনীতিতে তারা নতুন মুখ। স্থানীয় একটি অভিজাত হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে নয়া নেতৃত্ব প্রথমবার প্রকাশ্যে আসবে।

বিজ্ঞাপন

স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীদের পরিচয় তৈরি হয়েছে নগরবাসীর কাছে। দলকে সুসংহত করতে এবং জনসমর্থন দেখাতে গেল শুক্রবার ৫০টি বাস নিয়ে স্থানীয় কর্মীরা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। এখানে স্থানীয় কর্মীরা আশার আলো দেখতে পান।

দক্ষিণ জনপদের ৫ জনকে কেন্দ্রীয় প্রতিনিধি মনোনীত করা হয়েছে। দক্ষিণাঞ্চলে দলকে সংগঠিত করবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক তানজীল মাহমুদ, যুগ্ম মূখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না, যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতউল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল ইসলাম ও সংগঠক ওয়াহিদুজ্জামান।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সাংবাদিক মো. সাইফুল ইসলাম বলেন, দল আত্মপ্রকাশের পর থেকে খুলনায় সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশনায় জেলা ও নগর কমিটি গঠন হবে। এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।

সারাবাংলা/এনজে

জাতীয় নাগরিক পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর