Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মাগুরার শিশুটির গায়েবানা জানাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ০৮:৩৮

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অনুষ্ঠিত গায়েবানা জানাজা

বরিশাল: মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট বছর বয়সী শিশুর গায়েবানা জানাজা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর মাগুরার শিশুটির ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়কে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করে ধর্ষণবিরোধী মঞ্চ। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন ও মহানগর শাখার মুখপাত্র ইশরাত মায়া।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এ অপকর্ম কেউ করার সাহস দেখাবে না। দীর্ঘ দিন ধরে নারী নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরনের ঘৃণ্য কাজ বেড়েই চলছে। এ কারণেই মাগুরার শিশুটির সঙ্গে অমানবিক ঘটনা ঘটেছে। তাই দ্রুততর সময়ের মধ্যে সঠিক তদন্ত শেষে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে একই ঘটনার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সদস্যরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশ বক্তারা বলেন, শিশুটির ধর্ষণ ও হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

জানাযা ধর্ষণ মাগুরা শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর