Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে শ্বাসনালী‌তে খাবার আট‌কে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২১:০৮

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় শ্বাসনালীতে খাবার আটকে ফাইজা ইসলাম ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ফাইজা ইসলাম বেলুহার গ্রামে হায়দার ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে শিশুটিকে তার মা নাজমা বেগম খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় শিশুটির শ্বাসনালিতে খাবার আটকে যায়। ছেলেকে বাঁচাতে মা ঘরোয়াভাবে চেষ্টা করেন। একপর্যায়ে ব্যর্থ হয়ে গুরুতর আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোকসানা রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

বরিশালে শিশুর মৃত্যু শ্বাসনালী‌তে খাবার সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর