Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ০০:০৯

‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক সভা। ছবি: সারাবাংলা

নীলফামারী: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরুর দাবিতে নীলফামারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।’

বিজ্ঞাপন

বক্তারা সরকারের চলমান মেয়াদেই প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় গ্রোয়েন নির্মাণ, তীর প্রতিরক্ষা, বাঁধ নির্মাণ ও মেরামত, নদী ড্রেজিংসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বন্যা ও ভাঙন ঝুঁকি কমানো হবে। একইসঙ্গে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা হবে, যা কৃষি, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন পাওয়ার চায়না প্রকল্পের প্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মকবুল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারাবাংলা/পিটিএম

তিস্তা মহাপরিকল্পনা মতবিনিময় সভা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর