পরিকল্পিতভাবে হারানোর অভিযোগে সড়ক অবরোধ, গ্রেফতার ২৩
২২ ডিসেম্বর ২০১৭ ১১:৪৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:১৪
স্পেশাল করেসপন্ডেন্ট
পরিকল্পিতভাবে ১ ভোটে হারানোর অভিযোগে রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিউলার প্রার্থী আবু মন্জুম কুটিয়াল ও তার সমর্থকরা মিছিলসহকারে ডিসি অফিস ঘেরাও করতে বাধা পেয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ মো. আবু মঞ্জুম কুটিয়ালসহ ২৩ জনকে গ্রেফতার করে।
শুক্রবার বেলা ১১টার দিকে কাউন্সিউলার প্রার্থী আবু মন্জুম কুটিয়াল ও তার প্রায় ৬ হাজার সমর্থক ডিসি অফিস ঘেরাওয়ের উদ্দেশে মিছিল রওনা হয়। তারা রংপুর বাজার টাউন সাব-পোস্ট অফিসের সামনে দিয়ে এগোতে থাকলে পুলিশ ব্যারিকেট দিয়ে থামিয়ে দেয়। এ সময় কুটিয়াল সমর্থকরা রাস্তা অবরোধ করে। এর কিছুক্ষণ পর পুলিশ ২৩জনকে গ্রেফতার ও বাকি সমর্থকদের ওপর লাঠিচার্জ করে অবরোধ থেকে উঠিয়ে দেয়।
মো. আবু মঞ্জুম কুটিয়াল সমর্থকদের অভিযোগ, নির্বাচন কেন্দ্রে ঘোষণার সময মঞ্জুম কুটিয়াল ৫২ ভোটে এগিয়ে ছিল। কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ মানিক মাস্টারকে জিতিয়ে দেওয়া হয়।
সারাবাংলা/এইচএ/আইজেকে