Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ এপ্রিলের মধ্যে হজযাত্রী প্রতিস্থাপনের কাজ শেষ করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৬:০২ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৭:৫২

ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১৮ এপ্রিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়ে বেসরকারি এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে, চলতি হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।

বিজ্ঞাপন

সম্প্রতি পাঠানো চিঠিতে আরও বলা হয়, হজযাত্রীকে না জানিয়ে বা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে হজ পরিচালককে জানাতে হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। সে লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

ধর্মবিষয়ক মন্ত্রণালয় বেসরকারি এজেন্সিকে নির্দেশ বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর