ইইউ এবং ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে ইসি
১২ মার্চ ২০২৫ ১২:৫৪ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৪:২২
ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ১৯টি দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন কমিশনের প্রধান এ এম এম নাসির উদ্দিন। আগামী রোববার (১৬ মার্চ) এবং সোমবার (১৭ মার্চ) পরপর দুইদিন সকালে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।
ইতোমধ্যে, আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১৯টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১৭ মার্চ সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপত্বিতে এই ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সারাবাংলা/এনএল/এসডব্লিউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ওআইসিভুক্ত দেশ নির্বাচন কমিশন (ইসি) বৈঠক