ডাক অধিদফতরের বেদখল সম্পদ দখলমুক্ত করা হবে: ফয়েজ আহমদ
১১ মার্চ ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৯:৩১
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ঢাকা: ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার (১১ মার্চ) ডাক ভবনে ডাক অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেন্টরি তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাক অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ডাক অধিদফরের সকল নির্মাণ কাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইকুইপমেন্ট এবং সফটওয়্যার এর গুণগতমান পরীক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, এক্সিট প্ল্যান ছাড়া কোন প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে।
যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয় তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেওয়া যায় কিনা তার সম্ভাবনা যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন ফয়েজ আহমদ তৈয়্যব। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের সাকসেসফুল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতে কর্মকর্তাদের বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
সারাবাংলা/ইএইচটি/এমপি