Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সাংবাদিকদের ওপর বরখাস্ত পুলিশ সুপারের হামলা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৭:২৬ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৮:৫৫

বরখাস্তকৃত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হক

নাটোর: নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্ত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। তাকে (ফজলুল হক) আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে তিনি সাংবাদিকদের ওপর হামলা করেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জেলার আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এর আগে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম তাকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বরখাস্তকৃত এসপি ফজলুল হককে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ আসামি ফজলুল হককে কারাগারে নেওয়ার জন্য বের করা হলে গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপার্সন হাতে আঘাত পান। এ ঘটনার পর পুলিশ দ্রুত আসামিকে আদালতের হাজতের ভিতরে নিয়ে যান।

এমন ঘটনায় নাটোরের কর্মরত সংবাদকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হন। পরে সেনাবাহিনীর উপস্থিতে সাবেক পুলিশ সুপার ফজলুল হককে কারাগারে নিয়ে যাওয়া হয়।

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন’র সাংবাদিক মো. নাসিম উদ্দিন নাসিম বলেন, ‘বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে আইন লঙ্ঘন করেছেন। তিনি সাংবাদিকদের কাজে বাঁধা দিয়েছেন। এ ধরনের ঘটনা কাম্য নয়। আমরা দেশের প্রচলিত আইনে তার বিচার দাবি করছি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’

সারাবাংলা/এইচআই

এসএম ফজলুল হক নাটোর বরখাস্তকৃত পুলিশ সুপার সাংবাদিকদের ওপর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর