Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবি বাস্তবায়ন না হলে সেবা বন্ধের হুশিয়ারি চিকিৎসকদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৭:০৩ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৮:৫৫

পাঁচ দফা দাবিতে রংপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি।

রংপুর: অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন করা না হলে এবার আউটডোরের পর সব বিভাগের সেবা বন্ধ করে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী, পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা।

ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ও পাঁচ দফা দাবিতে রংপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

এতে বক্তব্য দেন, ইন্টার্ন চিকিৎসক ডা. আবু রায়হান, ডা. আনাস মাহমুদ, পোস্ট গ্রাজুয়েট ডা. তাসকিন বিন মাহমুদ রাফিদ, ডা. ফরহাদ আক্তার, মেডিকেল শিক্ষার্থী ফাহিম তাজওয়ার, তৌহিদ ইসলাম, ডা. মাহমুদুল হাসান, ডা. আরিফ হাসনাত প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক দাবি বাস্তবায়নে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে চিকিৎসক সমাজ হতাশ হয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আউটডোরের পর সকল বিভাগের সেবা বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হবে চিকিৎসকরা।

এদিকে পাঁচ দফার আন্দোলন পূরণের জন্য গত ২০ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন মেডিকেল শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো- এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে পারবে না। ওটিসি (ওভার দ্য কাউন্টার) ওষুধের তালিকা আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

৫ দফা দাবি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর