Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৬:২১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে আড়াই মাস বয়সি এক শিশু চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ) ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। শিশুটির নাম সায়ান। সে সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে।

শিশুর অভিভাবকরা জানান, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী তার পাশে থাকে ও বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ওই নারীর কাছে সায়ানকে রেখে পাশের ওয়ার্ডে থাকা এক রোগীকে দেখতে যান। ফিরে এসে দেখেন, সায়ান ও ওই নারী নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি।

হাসপাতাল তত্ত্বাবধায়ককে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।

মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, ‘আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে। শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান বলেন, চুরি হওয়া শিশুটি এখনো উদ্ধার হয়নি। শিশুটিকে কে চুরি করেছে সেটা বোঝা যাচ্ছে, কোথায় আছে এ লোকেশনটা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে খুব শিগিরিই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।

সারাবাংলা/ইআ

ঠাকুরগাঁও শিশু চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর