হাবীবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন
১০ মার্চ ২০২৫ ২৩:২৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৩:১৯
ঢাকা: রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইদুর রহমান ভূঁইয়াকে (৫০) খুন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) উত্তরখান থানা পুলিশ বিকেলে লেক ভিউ হাসপাতাল থেকে ওই শিক্ষকের মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে বিকেলে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের মৃতদেহটি উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ শরীরে ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে।’
এসআই বলেন, ‘প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, গত ছয় মাস ধরে তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুয়েকদিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে ছিল একজন ছেলে, একজন মেয়ে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় বাসায় পড়ে থাকতে দেখে। পরে লেকভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনগর এলাকায় থাকেন। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এদিকে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহত সাইদুর রহমান ভূঁইয়া শান্তিনগর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তবে তাকে বর্তমানে বরখাস্ত করা হয়েছে। স্ত্রী-সন্তানদের সঙ্গেও তার তেমন যোগাযোগ ছিল না। তারাও জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করতেন না।’
ওসি আরও বলেন, ‘ভাইস প্রিন্সিপালের উত্তরখানের বাসায় দুয়েকদিন আগে মেহমান পরিচয়ে এক মেয়ে ও এক ছেলে ছিল। ধারণা করা হচ্ছে, রোববার যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ওই ছেলে-মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’
ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ওই ছেলে ও মেয়ে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতে পারলে বিস্তরিত জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম