Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে ছাত্ররাজনীতি করলে আজীবন বহিষ্কার, ছাত্রত্ব বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২১:৩৫ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ২২:২১

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ফাইল ছবি

খুলনা: খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কোনো শিক্ষার্থী রাজনীতির সঙ্গে জড়িত হলে সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয় থেকে জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩ তম (জরুরি) ও ৯৮ তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া, সিন্ডিকেটের ৯৮ তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

উক্ত সিদ্ধান্ত সমূহ Academic Ordinance rules & Regulations এর ছাত্র শৃঙ্খলা বিধিতে ২০ নং ধারায় নিম্নলিখিতভাবে অন্তর্ভুক্ত করা হলো: কোনো ছাত্রছাত্রী/গোষ্ঠী কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সহিত ও সম্পৃক্ত থাকিতে পারিবে না। এইরূপ ঘটনা বা সরাসরি রাজনীতির সহিত জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তাহার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল।

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার জন্য আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/পিটিএম

কুয়েট ছাত্ররাজনীতি নিষিদ্ধ বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর