‘প্রাতিষ্ঠানিক সংস্কার না করে নির্বাচন দিলে তা শহিদদের সঙ্গে চরম বেঈমানি’
১০ মার্চ ২০২৫ ২১:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ০২:৫০
জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত
ঢাকা: দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার না করে নির্বাচন দিলে তা শহিদদের সঙ্গে চরম বেঈমানি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দ্রুতই অন্তবর্তীকালীন সরকারকে বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিচার ও সংস্কারের জন্য ঐকমত্যে পৌঁছালেই নাগরিক পার্টি নির্বাচনে সহযোগিতা করবে।
সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার জন্যই নাগরিক পার্টি তৈরি করা হয়েছে। তবে আগে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন। এগুলো আদায়ের জন্য দ্রুতই রাস্তায় নামব।’
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের কাতারে নেমে এসেছে এনসিপি। জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধারা যে মামলা করেছে, সেগুলোর বিচার না করা আর আওয়ামী লীগকে পুনর্বাসন করা একই কথা।’
সারাবাংলা/এফএন/আরএস