Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৪:৫৭ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:২৮

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলছে।

‎তিনি বলেন, ডিসেম্বরের ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যেন ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

‎সোমবার (১০ মার্চ) নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক নির্বাচন প্রস্তুতি নিয়ে সাক্ষাতের পর এ কথা বলেন সিইসি।

‎তিনি বলেন, আসলে উনারা জানতে এসেছিলেন আমাদের প্রস্তুতি কী রকম আগামী সংসদ নির্বাচন নিয়ে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে।

‎ব্রিটিশ হাইকমিশনার এ সম্পর্কে জানতে চেয়েছেন উল্লেখ করে সিইসি জানান, উনারা কমিশনকে সহায়তা করতে চান। আমরা যা যা করছি সব জানিয়েছি। ভোটার রেজিস্ট্রেশন, দল নিবন্ধনের জন্য শিগগির বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছি। প্রকিউরমেন্টে যাব। যে কাজগুলো সময়সাপেক্ষ সেগুলো ছয়-সাত মাস লাগে, সেসব আমরা শুরু করছি।

‎যুক্তরাজ্য হাই কমিশনার ইসির অগ্রগতি জেনে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

‎সিইসি বলেন, তারা এপ্রিসিয়েট করেছে। তারা সেটিসফাইড। পরবর্তী নির্বাচনে কী সাহায্য করতে পারি জানতে চেয়েছে। পার্টি এজেন্টদের প্রশিক্ষণ, অবাজারভারদের নিয়ম কানুন সম্পর্কে পোলিং ডে তে দায়িত্ব কী সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার অনুরোধ করেছি।

‎সারাবাংলা/এনএল/ইআ

এএমএম নাসির উদ্দিন জাতীয় নির্বাচন

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর