Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ঈদের আগেই অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

জাবি করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৫ ১৪:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), সাভার, ঢাকা

সাভার: পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার অনুরোধ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত বছরের ৬ ফেব্রুয়ারি এবং ১৮ অক্টোবর প্রচারিত অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী যেসব শিক্ষার্থীর পরীক্ষা শেষ হয়েছে তাদেরকে হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। উক্ত অফিস আদেশের পরে হলে অবস্থানকারী যেসব শিক্ষার্থী হল ছেড়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করে।

এতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রভোস্ট কমিটির ২ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী যেসব শিক্ষার্থীর এরই মধ্যে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদেরকে স্ব-স্ব হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো।

অফিস আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীরা ঈদ-উল-ফিতরের ছুটির আগেই হল না ছাড়লে ঈদের ছুটির পর হল প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

অছাত্রদের হল ছাড়ার নির্দেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

১ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
২২ এপ্রিল ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর