Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ভারতই সেরা

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ০৯:১১ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৪:৫২

শিরোপা জয়ের পর ভারতের উল্লাস

টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নেমেছেন তারা। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফির পুরোটা সময়জুড়েই অবিশ্বাস্য পারফর্ম করা ভারতের হাতেই শেষ পর্যন্ত উঠেছে শিরোপা। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ভারত। আর এতেই তারা গড়েছেন নতুন ইতিহাস। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল এখন ভারত।

ভারত প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ২০০২ সালে। সেবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। বৃষ্টির কারণে দুই দিনেও শেষ হতে পারেনি সেই ফাইনাল। যৌথভাবে তাই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারত ও শ্রীলংকাকে।

বিজ্ঞাপন

দ্বিতীয়বার এই টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ ভারত পেয়েছিল ২০১৩ সালে। ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেন মহেন্দ্র সিং ধোনি। এর আগের দুই আসরে টানা শিরোপা জেতা অস্ট্রেলিয়ার পাশে বসে ভারত।

অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ভারত পেয়েছিল ২০১৭ সালেই। সেবারের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। অবশেষে ২০২৫ সালে এসে অজিদের ছাড়িয়ে গেল ভারত। ফাইনালে কিইউদের হারিয়ে নিজেদের তৃতীয় ও টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ের নতুন রেকর্ড গড়ল রোহিত শর্মার দল।

ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া এই টুর্নামেন্টে একবারের বেশি শিরোপা জিততে পারেনি কোনো দল। একটি করে শিরোপা আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি ভারত শিরোপা

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর