পাবনায় ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি
৯ মার্চ ২০২৫ ১৯:১৩
পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল এর ইন্টার্ন ডক্টরস্ অ্যাসোসিয়েশন-এর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন
পাবনা: পাবনায় ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল এর ইন্টার্ন ডক্টরস্ অ্যাসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীবৃন্দদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করে।
পাবনা মেডিকেল হাসপাতাল থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শহিদ চত্বরে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখা বন্ধ করা, ২০১০ সালের সরকারি ম্যাটস থেকে পাসকৃত ছাত্রদের বিএমডিসির রেজিস্ট্রেশন দেয়া বন্ধ করা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
এছাড়া বক্তারা আরও বলেন, প্রতিবছর ৮ থেকে ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে। প্রতিবছর নিয়োগ কার্যক্রম চলমান থাকলে স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট দূর হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নেরও দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য দেন স্বাধীন মিয়া,আনিসুর রহমান নাইম,সাদমান, সাকিব, অমিতসহ সাধারণ শিক্ষার্থীরা।
সারাবাংলা/এনজে