Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে আইসিটি-টেলিকম খাতের সংস্কার নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২০:৩৪

বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: কোনো ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে আইসিটি ও টেলিকম খাতের সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন’ আয়োজিত ‘প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মুস্তাফা মাহমুদ হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘ইন্টারনেট ও অ্যাকসেস টু ইনফরমেশন এখন মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় সরকারের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘বিগত সরকার দেশের টেলিকম খাতকে দুর্নীতির মাধ্যমে গিলে ফেলেছিল। তাই এখন পলিসি কাজ করছে না। এটা রিফর্ম করতে হবে। আমলারা এক্ষেত্রে বাধ সাধতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

ইশরাক আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশের সব খাতেই রিফর্ম হয়েছে। টেলিকম খাতে এখনো কোনো সংস্কার হয়নি। এই সেক্টর বিগত সরকারের সময়ে অন্যতম দুর্নীতির খাত ছিল। তারা চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারতো।’

তিনি হলেন, ‘বিগত ১৬ বছরে টেলিকম খাতে কী ধরনের দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত। পলিসি কাজ করছে না বলে আজ এখানে এত আলোচনা হচ্ছে। এই খাতে আর কোনো ধরনের মনোপলি বা ডুয়োপলি চলতে দেওয়া হবে না। ভবিষ্যতে আইসিটি সেক্টর এমনভাবে সংস্কার হবে যা হবে জনবান্ধব। কোনো ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে সংস্কার হবে না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন :

‘ইন্টারনেট খাতে যখন-তখন পলিসি পরিবর্তন করবেন না’

টেলিযোগাযোগ খাতের সবাইকে সতর্ক করলেন দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রযুক্তিবিদ ও প্রকৌশলী ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমাদুর রহমান, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, আইআইজিএবি’র সভাপতি আমিনুল হাকিম, বিডি জবস এর সিইও ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর, আইএসপিএবি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, বেসিস’র অ্যাসোসিয়েট কমিটির সভাপতি রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির, গ্রামীণফোন লিমিটেডের সিনিয়র ডিরেক্টর করপোট অ্যাফেয়ার্স হোসেন সাদাত প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইশরাক হোসেন বিএনপি

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর