Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৬:৪৮

অভিযুক্ত ধর্ষক সেকান্দার আলী চোকদার (৬৫)

মুন্সীগঞ্জ: দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দার আলী চোকদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সেকান্দার আলী মুন্সীগঞ্জ সদরের পাশ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।

মুন্সীগঞ্জ সদর থানার সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত রোববার (২ মার্চ) বিকেল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

ওই দুই শিশু তাদের পরিবারের সঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতো। তাদের খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক শিশুর মা। দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ধর্ষণ মুন্সিগঞ্জ শিশুকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর