Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দফা দাবিতে রংপুরে চিকিৎসকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৫:৪৯

২ দফা দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের চিকিৎসকেরা

রংপুর: চিকিৎসা সেবার মান উন্নয়ন ও নিয়মিত পদোন্নতির দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

তবে ইতোমধ্যে পদোন্নতিসহ দুই দফা দাবি তিন মাসের মধ্যে পূরণের আশ্বাস পাওয়ায় ১২ সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে শুক্রবার (৭ মার্চ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন এ কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবি দীর্ঘদিনের। চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা প্রয়োজন। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা প্রয়োজন। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা জরুরি।

সারাবাংলা/এসডব্লিউ

কর্মবিরতি পালন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর