গাজাভিত্তিক বিক্ষোভের জেরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ট্রাম্পের তহবিল বাতিল
৮ মার্চ ২০২৫ ১৩:০৭ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৫:৫৮
নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন ৪০০ মিলিয়ন ডলার ফেডারেল অনুদান ও চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (৭ মার্চ) প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টি বারবার ইহুদি শিক্ষার্থীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হয়রানি প্রতিরোধে ব্যর্থ হয়েছে। সম্প্রতি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ইসরায়েল ও গাজার যুদ্ধ নিয়ে সমালোচনাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এতে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ট্রাম্প প্রশাসন ও রক্ষণশীল মহল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন সোমবার (৩ মার্চ) সতর্ক করে দিয়েছিলেন যে, বিশ্ববিদ্যালয়টি যদি ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ না নেয়, তাহলে তারা ফেডারেল তহবিল হারাবে।
শুক্রবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ, শিক্ষা বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘এমন আরও অনুদান বাতিলের সিদ্ধান্ত আসতে পারে।’
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে চলমান অবৈধ বিক্ষোভ বন্ধ করতে হবে। ট্রাম্প নিজেও শিক্ষার্থীদের প্রতিবাদকে অবৈধ বলে অভিহিত করেছেন, যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো আইনি ব্যাখ্যা দেওয়া হয়নি।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এপ্রিল মাসে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রো-প্যালেস্টাইন আন্দোলনকারীরা ক্যাম্প স্থাপন করেছিল, যা দেশজুড়ে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল।
ট্রাম্প মঙ্গলবার (৪ মার্চ) তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কারাবন্দি করা হবে বা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। আমেরিকান শিক্ষার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার বা অপরাধের মাত্রা অনুযায়ী গ্রেফতার করা হবে।’
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফেডারেল সংস্থাগুলোর ঘোষণাটি পর্যালোচনা করছে এবং ফেডারেল সরকারের সঙ্গে কাজ করে পুনরায় তহবিল ফেরত আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এখন পর্যন্ত প্রশাসনের সিদ্ধান্তে ঠিক কোন অনুদান ও চুক্তি বাতিল হয়েছে, তা স্পষ্ট নয়। তবে, কলাম্বিয়ার ফেডারেল অনুদানের পরিমাণ ৫ বিলিয়ন ডলারের বেশি বলে সাধারণ পরিষেবা প্রশাসন জানিয়েছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ক্যাথরিন ফ্রাঙ্কে জানান, প্রো-প্যালেস্টাইন অবস্থানের কারণে তাকে জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।
ফ্রাঙ্কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে, যদি আমরা ইসরায়েলের পক্ষে না থাকি, তাহলে আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একই সঙ্গে তারা নিজেকে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করতে চাইছে।’
কলাম্বিয়া বর্তমানে নতুন ফেডারেল তদন্তের আওতাধীন পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একটি। এছাড়া আরও ১০টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, মিনেসোটা বিশ্ববিদ্যালয়, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় এবং পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত, তদন্তের অধীনে রয়েছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প তহবিল প্রো-প্যালেস্টাইন বাতিল বিক্ষোভ