Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওয়ানডে ক্রিকেট মরে গেছে, সবচেয়ে বাজে ফরম্যাট’

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৫ ১৩:০৭

ওয়ানডে ক্রিকেটের শেষ দেখছেন মঈন

টি-২০ এর আবির্ভাবের পর থেকেই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জেগেছিল শঙ্কা। দিন যত গড়িয়েছে, ৫০ ওভারের ফরম্যাটের প্রাসঙ্গিকতাও ততো কমেছে। সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবার বলছেন, ওয়ানডে ফরম্যাট মরে গেছে, এটাই ক্রিকেটের সবচেয়ে বাজে ফরম্যাট।

ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে বিশ্বকাপ জিতেছেন মঈন। তবে এই ফরম্যাট যে টি-২০র কাছে মার খাচ্ছে, সেই ব্যাপারটা অজানা নয় কারোরই। বছর তিনেক আগে মঈন বলেছিলেন, আগামী কয়েক বছরের মধ্যে হারিয়ে যেতে পারে ওয়ানডে ক্রিকেট।

বিজ্ঞাপন

হারিয়ে না গেলেও দিন দিন সংকটে পড়ছে ওয়ানডে ফরম্যাট। বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া নেই কোনো বড় আয়োজন। ক্রিকেটাররাও এই ফরম্যাটে খেলতে আগ্রহ হারাচ্ছেন। অনেকেই জাতীয় দল থেকে অবসর নিয়ে খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে।

টক স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন বলছেন, ওয়ানডে ফরম্যাট মরে গেছে, ‘বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া এই ফরম্যাট মরে গেছে। এটা সবচেয়ে খারা ফরম্যাট। এটার পেছনেও অনেক কারণ আছে। এই ফরম্যাটের নিয়মগুলো ভয়াবহ। প্রথম পাওয়ারপ্লের পর অতিরিক্ত ফিল্ডার, উইকেট নেওয়া বা চাপ তৈরির জন্য অনেক বাজে নিয়ম বানানো হয়েছে। এই কারণে এখন ব্যাটারদের গড় ৬০-৭০।’

ওয়ানডে ফরম্যাটে অতিরিক্ত সুবিধা পান ব্যাটাররা, দাবি মঈনের, ‘এখানে ব্যাটারদের রান করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। ম্যাচে দুটি বল ব্যবহার করা হয়, রিভার্স সুইং বলতে কিছুই থাকে না। এখানে মারলেই চার হয়ে যায়।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কাছে হেরে যাবে ওয়ানডে, আশংকা মঈনের, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক টাকা। এত সহজে এটা মানুষ ফেলতে পারে না। এটা এড়িয়ে যাওয়া কঠিন। আগামী কয়েক বছরের মাঝে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে প্রচুর ক্রিকেটার অবসর নেবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড ওয়ানডে মঈন আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর