চাঁদাবাজির অভিযোগে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’র যুগ্ম আহ্বায়কের সদস্য পদ স্থগিত
৮ মার্চ ২০২৫ ০৪:৩৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১২:২৮
ঢাকা: ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গঠন করা নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’র এক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তার সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি।
শনিবার (৮ মার্চ) মধ্যরাতে তার সদস্যপদ স্থগিত করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর সদস্যপদ স্থগিত করা হলো এবং কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
অভিযুক্ত গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। এছাড়া তিনি শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে। এর আগে অপু এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাদা দাবি করেছেন এমন তথ্য সারাবাংলার হাতে আসে।
সারাবাংলার হাতে আসা গোলাম কিবরিয়া অপুর সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথোপকথনে দেখা গেছে, অপু ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। উত্তরে ব্যবসায়ী তা দিতে অপারগতা জানালে তিনি বলেন, ‘আপনারা বিবেচনা করে দেখেন।’ এর পর ব্যবসায়ী বলেন, ‘আমাদের অফিস থেকে আপনাকে ২০ হাজার দিতে বলেছে।’ যার উত্তরে অপু বলেছেন, ‘২০ হাজার টাকা দিয়ে হবে না। অন্তত ৩০ হাজার লাগবে।’
এ ছাড়াও ইন্টারনেট ব্যবসায়ী জানান, বেশকিছু দিন ধরে তার কাছে চাঁদা দাবি করছিলেন গোলাম কিবরিয়া অপু। তা দিতে অপারগতা জানালে তিনি হুমকির সম্মুখীন হয়েছেন।
অভিযোগের বিষয়ে গোলাম কিবরিয়া অপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ বিষয়ে আমার হলের শিক্ষার্থীদের কাছে ও সংগঠনের কাছে বিস্তারিত তুলে ধরছি।’
অভিযোগের প্রমাণ পেলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? জানতে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে সারাবাংলার এই প্রতিবেদককে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনাটির সত্যতা পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা করছি। দ্রুত তার বিষয়ে একটা পদক্ষেপ দেখতে পাবেন।’
মূলত এর পর পরই অপুর সদস্যপদ স্থগিতের জরুরি নোটিশটি গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন জনের হাতে আসে।
সারাবাংলা/এআইএন/পিটিএম
গণতান্ত্রিক ছাত্র সংসদ চাঁদাবাজির অভিযোগ যুগ্ম আহ্বায়ক সদস্য পদ স্থগিত