Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
ভ্রমণ ক্লান্তি: নিউজিল্যান্ডের ৭ হাজার কিলোমিটারের বিপরীতে ভারতের শূন্য!

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৫ ১০:৫৬ | আপডেট: ৭ মার্চ ২০২৫ ১৬:৩২

ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

তাদের আপত্তির কারণেই এলোমেলো হয়ে গেছে চ্যাম্পিয়নস ট্রফির সূচি। হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন হওয়ায় ভারত তাদের সব ম্যাচ খেলেছে আরব আমিরাতের দুবাইয়ে। ৯ মার্চের ফাইনালে এখানেই মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। পুরো টুর্নামেন্টে যেখানে নিউজিল্যান্ড ভ্রমণ করেছে ৭ হাজার কিলোমিটারের বেশি, ভারতের ভ্রমণ সেখানে শূন্য কিলোমিটার!

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের খেলতে যায়নি ভারত। অনেক নাটকের পর আরব আমিরাতকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয় পাকিস্তান। শর্ত ছিল, ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে যদি ভারত পৌঁছে যায়, সেক্ষেত্রেও তারা খেলবে একই মাঠে। সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত, তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে ফাইনাল হবে দুবাইয়েই।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের শুরু থেকেই তাই দুবাইয়ে অবস্থান করছে ভারত। তারা আছেন একই হোটেলে, অনুশীলন করছেন একই মাঠে। বাকি ৭ দল যেখানে ভিন্ন ভিন্ন শহরে ম্যাচ খেলতে বাধ্য হয়েছে, ভারতকে সেই হ্যাপা পোহাতে হয়নি। ভারতের এই বাড়তি সুবিধা পাওয়া নিয়ে টুর্নামেন্টজুড়েই চলেছে আলোচনা। সাবেক থেকে বর্তমান, অনেকেই এই ইস্যুতে ভারতকে ধুয়ে দিয়েছেন। ভারতের পক্ষ থেকে অবশ্য বারবারই বলা হয়েছে, কোনো বাড়তি সুবিধা দেওয়া হয়নি তাদের।

ভারত এক ভেন্যুতে খেললেও টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হয়েছে আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে। তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে তারা গেছে রাওয়ালপিন্ডি। সেখান থেকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে পা রেখেছেন কিউইরা। সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ডকে, যা এই আসরের সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮৬ কিমি ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেমি হতে পারে, এই সম্ভাবনায় ৩৬ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদের সেমি খেলতে দুবাই থেকে আবার লাহোরেই ফিরতে হয়েছে।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের এই অতিরিক্ত ভ্রমণ ধকল ফাইনালে প্রভাব ফেলবে কিনা, সেটা জানা যাবে ৯ মার্চের ফাইনালেই।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি নিউজিল্যান্ড ফাইনাল ভারত ভ্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর