নীলফামারীর সাবেক এমপি আফতাব ৪ দিনের রিমান্ডে
৬ মার্চ ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৯:২৬
রংপুর: নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রংপুর নগরির সেনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে।
পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর বেশ কয়েকটি মামলার প্রধান আসামি হিসেবে আফতাব উদ্দিন সরকারের নাম রয়েছে।
সারাবাংলা/এইচআই