Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামিকে গ্রেফতার না দেখানো সেই ওসি বদলি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২৩:০৯ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৫:৪০

অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ

রাজশাহী: রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলে মামলা না দিয়ে পুলিশের অধ্যাদেশে আদালত চালান দেওয়া বোয়ালিয়া থানার সেই অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী মেট্রোপলিটনের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়।

বুধবার (৫ মার্চ) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে সই করেছেন। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন। তাদের অভিযোগ, তারা ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করা এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বোয়ালিয়া থানা পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার দেখায়নি। ওই আসামিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়েছিল। ওই আসামি সেদিনই জামিন পেয়ে চলে আসেন।

বিক্ষুব্ধ লোকজন এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন। পাশাপাশি ওই আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। রাতে পুলিশ অবশ্য তাকে আবার গ্রেফতারের আশ্বাস দিয়েছিল। এর পরদিনই বোয়ালিয়া থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হলো।

রাতের ঘটনার প্রেক্ষিতেই এই বদলি কিনা, জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘আসলে বিষয়টা ঠিক ওই রকম না। প্রশাসনিক কারণে বদলি হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভাল কাজ করবেন, তাকে সেখানেই দেওয়া হয়।’

সারাবাংলা/এইচআই

অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জুলাই আন্দোলন রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর