টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রি শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৪:০৬ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৪:১৪
৫ মার্চ ২০২৫ ১৪:০৬ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৪:১৪
টাঙ্গাইল: পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টাঙ্গাইলে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি শুরু হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে শহরের শহিদ স্মৃতি পৌরদ্যানে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড. জাফর আহমেদসহ ডিলার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ কার্যক্রমের আওতায় টাঙ্গাইল শহরের পাঁচটি পয়েন্ট প্রতিজনের কাছে দুই লিটার তেল, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ৪৫০ টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন দুই হাজার পরিবার সুলভমূল্যে এসব পণ্য পাবেন। এ কার্যক্রম ৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে।
সারাবাংলা/ইআ