Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১২:১২ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৪:৩১

শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।

জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সারাবাংলা/ইউজে/ইআ

ড. সি আর আবরার শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর