Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বিএনপির ৪ নেতাকর্মী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ২৩:০২ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৫:৫৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি: জনমনে আতঙ্ক সৃষ্টি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ এনে দলের চার নেতাকর্মীকে সায়মিক বহিষ্কারের কথা জানিয়েছে রাঙ্গামাটি জেলা বিএনপি।

মঙ্গলবার (৪ মার্চ) জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সই করা এক চিঠিতে অভিযুক্ত চার জনকে সাময়িক বহিষ্কারের তথ্য জানায় দলটি।

বিজ্ঞাপন

সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন- রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিম (আজম), রাঙামাটি পৌর তাঁতী দলের সভাপতি আলী আজগর বাদশা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনতোষ দাশ ও জেলা কৃষকদলের ক্ষুদ্র ও সমবায় সম্পাদক সুমন চাকমা ওরফে ডাক্তার।

অভিযোগ রয়েছে, জেলা বিএনপির এক শীর্ষ নেতার অনুসারী এই চারজনকে বিগত কয়েকমাস ধরে চাঁদাবাজি, মানুষ জনকে হুমকি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত আছেন। এদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, চাঁদাবাজি ও এসব ঘটনার ইন্ধনদাতা জেলা বিএনপির এক শীর্ষ নেতা রয়ে গেছেন ধরা-ছোঁয়ার বাইরে।

মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বহিষ্কারাদেশের চিঠিতে জানানো হয়েছে, সাময়িক বহিষ্কৃতদের বিরুদ্ধে দলীয় পদ-পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এরূপ অপকর্ম থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে দলের সকল নেতাকর্মীকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু তারা দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে দলীয় সুনাম ও শৃঙ্খলা নষ্ট করছেন।

বিজ্ঞাপন

এ সকল কর্মকাণ্ড দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক সাময়িক বহিষ্কার করা হলো বলে জানানো হয়েছে ওই চিঠিতে।

অন্যদিকে, পৃথক আরেক চিঠিতে চাঁদাবাজি ও জনমনে আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ তদন্তে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম শফিউল আজমকে প্রধান করে একটি তদন্ত করে জেলা বিএনপি। তদন্ত কমিটিকে ঘটনার সরেজমিন দতন্ত ও যাচাই-বাছাই করে জেলা বিএনপি বরাবর রিপোর্ট দেওয়ার কথা হলেও কত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে সে ব্যাপারে জানানো হয়নি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বহিষ্কার বিএনপি রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর