নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না: মির্জা আব্বাস
৪ মার্চ ২০২৫ ২০:১২ | আপডেট: ৪ মার্চ ২০২৫ ২১:১৮
মঙ্গলবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
ঢাকা: নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের এক বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন।
উল্লেখ্য, আজ সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সারজিস আলম বলেছেন, ‘‘শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো দল বা ব্যক্তি যেন নির্বাচনের কথা ভুলেও মুখে না আনে।”
মির্জা আব্বাস বলেন, “নতুন দলের নেতারা এটা বলতেই পারেন। বিচার হোক না। বিচার তো আমিও চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। কিছু লোক নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এর পেছনে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে।’’
তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার আমি চাই, বিএনপি চায়, সবাই চায়। বাংলাদেশের মাটিতে এদের বিচার হতেই হবে। বিচার বন্ধ থাকুক, এটা তো কেউ বলে নাই। নির্বাচনের আগে-পরে কোনো আদালত বন্ধ থাকে বা দ্রুত গতিতে চলে— এমনটাও নয়। আদালত তার নিয়মেই চলে।’’
মির্জা আব্বাস বলেন, ‘‘দ্রুত বিচার আদালতে আমার সাজা হয়েছে। আমার স্ত্রীর ১৬ বছরের সাজা হয়েছে, আমার ভাইয়ের ১৮ বছরের সাজা হয়েছে। আরও অনেকেরই সাজা হয়েছে। সুতরাং দ্রুত বিচার আদালতও বিচার করতে পারে। বিচার হোক।”
সারাবাংলা/এজেড/আরএস
নির্বাচন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার