Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমির আগে ইতিহাস নিয়ে ভাবছেন না রোহিত

স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৫ ১২:১৪

সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। সেই লড়াইয়ে ভারত জয় পেয়েছে অনায়াসেই। এই জয়ে গ্রুপ সেরা হয়েই সেমিতে উঠল ভারত। আগামী ৪ মার্চের সেমিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমির আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন, হাই ভোল্টেজ ম্যাচের আগে অজিদের বিপক্ষে অতীত ইতিহাসের কথা ভাবছেন না তিনি।

সবশেষ দুই দল এই ফরম্যাটে মুখোমুখি হয়েছি আহমেদাবাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে ভারতকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল অজিরা। ২০২৩ সালের ১৯ নভেম্বরের পর আবার ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই দল। স্বভাবতই এই ম্যাচকে নিয়ে দেখা দিয়েছে বাড়তি উত্তেজনা।

বিজ্ঞাপন

রোহিত অবশ্য অজিদের বিপক্ষে আগের ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না, ‘পরের ম্যাচ নিয়ে আমরা এখনো কিছু ভাবিনি। তবে অবশ্যই ভাবতে হবে অনেক কিছু। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা দারুণ হবে। আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার রেকর্ড দারুণ। তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে।’

সেমিতে অজিদের হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী রোহিত, ‘ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা সেমিতে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আশা করি আমরা সেই ম্যাচ জিতেই ফাইনালে পা রাখব।’

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি ভারত রোহিত শর্মা সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর