‘আ’লীগকে জেতাতে গাজীপুরবাসী ব্যাকুল’
২২ জুন ২০১৮ ১৪:৫৯ | আপডেট: ২২ জুন ২০১৮ ১৬:১১
ঢাকা: আসছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমকে নির্বাচনে জয়ী করার জন্য গাজীপুরবাসী ব্যাকুল হয়ে আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনন্য বাংলাদেশ ও বাংলা বিচিত্রা আয়োজনে গাজীপুর সিটি নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, নৌকাকে বিজয়ী করার জন্য ব্যাকুল হয়ে আছে দেশের জনগণ। আসছে ২৬ তারিখে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী করার জন্য গাজীপুরবাসী ব্যাকুল হয়ে আছে।
তিনি বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে। কারণ অপপ্রচার ও মিথ্যাচারের কাছে আমরা হেরে গিয়েছিলাম। আজকে আর সেই দিন নেই, কারণ মিথ্যাচারের কবর হয়েছে। এমনকি সব মিথ্যাচার এখন জনগণের কাছে প্রকাশিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জনগণ একই ভুল আর করবে না।
গাজীপুর সিটির বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের সমালোচনা করে তিনি বলেন, তিনি বহুবার দল পাল্টেছেন। আমার সাথে রাজনীতি করেছে কিন্তু অবশেষে তার জায়গা হয়েছে বিএনপিতে। এমনকি তার সঙ্গী এখন জামায়াত।
তিনি আরও বলেন, হাছান উদ্দিন সরকার অসুস্থ, তার শারীরিক শক্তি কমে গেছে। কিন্তু আমাদের প্রার্থী তরুণ, শারীরীকভাবে সুস্থ্য, তাকে নির্বাচন করল গাজীপুরবাসী শুধু উন্নয়ন দেখবে।
বাংলা বিচিত্রা’র সভাপতি সুভাষ সিংহ রায় এর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহিদ হোসেন রাসেল, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ অন্যান্যরা।
নির্বাচনের উত্তেজনায় ভাগ বসিয়েছে ফুটবল!
সারাবাংলা/এমএমএইচ/এমএইচ
আওয়ামী লীগ গাজীপুর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রার্থী বিএনপি