ঈদ উপলক্ষ্যে ‘সাজগোজ’ এর গিগা সেল ক্যাম্পেইন
২ মার্চ ২০২৫ ১৫:৫৭
ঢাকা: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় বিউটি ও লাইফস্টাইল রিটেলার সাজগোজ শুরু করেছে গিগা সেল ক্যাম্পেইন ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এর আওতায় কেনাকাটা করলে গ্রাহকরা ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল ডিলসসহ বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন।
রোববার (২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গিগা সেল-এ গ্রাহকরা বিভিন্ন ফেস্টিভ বান্ডেল, একটি কিনলে একটি ফ্রি (বাই-ওয়ান-গেট-ওয়ান) অফার এবং বিভিন্ন কম্বো ডিলস উপভোগ করতে পারবেন, যা সৌন্দর্য চর্চা ও ত্বকের যত্ন নিশ্চিতের পাশাপাশি ঈদের আনন্দও দ্বিগুণ করে তুলবে। এছাড়া, নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পণ্য কিনলে পাবেন ফ্রি ডেলিভারি। ক্যাম্পেইনের মূল আকর্ষণ –সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে ঈদ উপহার হিসেবে সাজগোজ এর পক্ষ থেকে পাবেন একটি ডায়মন্ড রিং এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে পাবেন ৫,০০০ ও ৩,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় গিফট হ্যাম্পার।’
বিজ্ঞপ্তিতে গিগা সেল প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, ‘ঈদের কেনাকাটাকে আরও উপভোগ্য ও ঝামেলামুক্ত এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলাই আমাদের লক্ষ্য। ৭০ শতাংশ পর্যন্ত বিশাল ডিসকাউন্ট, এক্সক্লুসিভ সব ডিলস এবং প্রিমিয়াম পুরস্কার দেওয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।’
এই ঈদকে আরও আনন্দময় করতে সাজগোজ-এর ঈদ উল ফিতর গিগা সেল থেকে শপিং করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুন shajgoj.com অথবা আজই ডাউনলোড করুন সাজগোজ-এর অ্যাপ।
সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ