Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমবিবিএস ছাড়া ডাক্তার পদ ব্যবহার বন্ধের দাবিতে রংপুরে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৯:১৯

সড়ক অবরোধের আগে রংপুর মেডিকেল কলেজের সামনে জড়ো হন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

রংপুর: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা, শূন্য পদে চিকিৎসক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি-বেসরকারি মেডিকেল শিক্ষার্থীরা।

শনিবার (১ মার্চ) দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা ও চিকিৎসাসেবা বন্ধ রেখেই মিলিত হন। এরপর শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। তাদের এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরাও।

বিজ্ঞাপন

সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন, রংপুর মেডিকেল কলেজ কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আবির আহমেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ডা. মো. রাশিদ সাবাবসহ অন্যরা।

বক্তারা জানান, সম্প্রতি বিএমডিসি ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের কারণে চিকিৎসকদের পেশা ও মর্যাদা ক্ষুন্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এটি হলে তৃণমূল পর্যায়ে ম্যাটস শিক্ষার্থীরা নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করতে পারে এবং অনেক সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুও হতে পারে। এতে করে চিকিৎসক সমাজের সুনাম ক্ষুন্ন হবে এবং পেশার মর্যাদা হারাবে। তাই বিএমডিসি শুধুমাত্র এমবিবিএস, ওবিডিএস পাস শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেবে, অন্য কাউকে নয়।

এ সময় তারা বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি থেকে ৫ দফা দাবিতে রংপুরের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা এবং ইন্টার্নরা চিকিৎসাসেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন।

সারাবাংলা/এইচআই

এমবিবিএস ছাড়া ডাক্তার পদ বিএমডিসি ম্যাটস রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর