Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
ভারত ‘বাড়তি সুবিধা’ পাচ্ছে, অভিযোগ ডুসেনের

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭

ভারত বাড়তি সুবিধা পাওয়ায় বিরক্ত ডুসেন

স্বাগতিক পাকিস্তানসহ অন্য দলগুলো যেখানে এক শহর থেকে অন্য শহরে ঘুরছে, ভারত সেখানে পুরো টুর্নামেন্টেই খেলছে এক ভেন্যুতে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের এমন সুবিধা নিয়ে শুরু থেকেই চলছে নানা কানাঘুষা। এবার দক্ষিণ আফ্রিকা ব্যাটার রুসি ভ্যান ডার ডুসেন বলছেন, ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে, এটা একেবারেই প্রকাশ্য।

নিরাপত্তার শঙ্কা দেখিয়ে পাকিস্তানের দল পাঠাতে রাজি হয়নি ভারত। তাদের আপত্তির কারণে বাধ্য হয়ে আরব আমিরাতের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। স্বাগতিক হয়েও তাই নিজেদের ম্যাচ খেলতে দুবাইতে এসেছেন রিজওয়ান-বাবররা। অন্য দলগুলোও কমপক্ষে ২টি আলাদা ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলছে। শুধুমাত্র ভারতই টুর্নামেন্টের শুরু থেকেই আছে একই হোটেলে, খেলছেও শুধু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই।

বিজ্ঞাপন

ভারতের এমন সুবিধা পাওয়া নিয়ে কিছুদিন আগেই ক্ষোভ জানিয়েছিলেন পাকিস্তান কোচ আকিব জাভেদ। এবার ডুসেন বলছেন, ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে এটা সবাই জানে, ‘অবশ্যই এটা বাড়তি সুবিধা। পাকিস্তানও এই ব্যাপারে কথা বলেছে। আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেল, অনুশীলনে একই সুবিধা পাব, একই স্টেডিয়ামে খেলেছে, প্রতিবারই একই পিচ হয়; তাহলে তো সেটা অবশ্যই বাড়তি সুবিধা। এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না।’

বাড়তি সুবিধা ভারতের জন্য বুমেরাং হতে পারে, এটাও মানছেন ডুসেন, ‘এই সুবিধা কীভাবে কাজে লাগাবেন তারা, সেটাও তাদের ওপর। একদিক থেকে দেখলে এটা বাড়তি চাপও তৈরি করবে। ভারত সেমি কিংবা ফাইনালে চেনা ভেন্যুতে খেলবে। এতকিছু জানাশোনা ঠিকমতো কাজে লাগানোর চাপটা অবশ্যই তাদের ওপরে থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি দক্ষিণ আফ্রিকা দুবাই ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর