Friday 28 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট
র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২

ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তিরা।

কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন পশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে কোস্টগার্ড ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্র ও সাগর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টায় কলাপাড়ার নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসব্রিফিংয়ে তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি নামবিহীন ট্রলারে মাছ ধরার জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারের সময় এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে গ্রেফতার করে। একই সময় লেবুরবন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকেরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০), এবং খলিল আহম্মদকে (৩৯)।

লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে এ চক্রের মূল হোতাকে গ্রেফতার করতে যায়নি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সারাবাংলা/এমপি

অপারেশন ডেভিল হান্ট ইয়াবা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর