চ্যাম্পিয়নস ট্রফি
ইংল্যান্ডের বিদায়ে অধিনায়কত্ব ছাড়ছেন বাটলার?
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫০
অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে হারায় এই ম্যাচটা ছিল তাদের বাঁচা মরার লড়াই। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। দলের এমন হারের পর অধিনায়ক জস বাটলার বলছেন, দলের হারের জন্য যদি নিজেকে দায়ী মনে হয় তাহলে নেতৃত্ব ছাড়তেও রাজি তিনি।
বাটলারের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপ ও ২০২৪ টি-২০ বিশ্বকাপেও ব্যর্থ ইংলিশরা। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইংল্যান্ডের ফর্ম ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফিতেও হার দিয়ে শুরু হয়েছিল তাদের টুর্নামেন্ট। আফগানদের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের।
বাটলার বলছেন, দলের এমন টানা ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়তেও রাজি তিনি, ‘এই মুহূর্তে আমি আবেগি কিছু বলতে চাই না। কিন্তু আমিসহ দলের অনেকের দায়িত্ব নিয়েই কথা উঠতে পারে। সেরকম মনে হলে আমি নেতৃত্ব ছাড়তেও রাজি। সব ধরনের সম্ভাবনার ব্যাপারেই ভেবে দেখতে হবে দলকে।’
আফগানদের কাছে হেরে বিদায় নেওয়াটা মানতে পারছেন না বাটলার, ‘সত্যি বলতে এটা খুবই হতাশাজনক ব্যাপার। ম্যাচে আমরা জিততে পারতাম। অনেক সুযোগ এসেছিল আমাদের সামনে। আমরা সেটাকে কাজে লাগাতে পারিনি। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আমরা খুবই হতাশ। আফগানিস্তান দারুণ খেলেছে। বিশেষ করে ব্যাটিংয়ের সময় শেষ ১০ ওভারই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।’
সারাবাংলা/এফএম