হিউম্যান রাইটস নিশ্চিত করেই অপরাধ নিয়ন্ত্রণে আনব: আইজিপি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪
রাজশাহী: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। এই সরকারের প্রতিশ্রুতি আমরা হিউম্যান রাইটস নিশ্চিত করেই অপরাধ নিয়ন্ত্রণে আনব।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।
তিনি বলেন, এমনিতে শুধু ক্রিমিনালরা হয়তো মনে করছে, এখন আমাদের ধরে আদালতে চালান দিয়ে দিবে। এর চাইতে বেশি কিছু করবে না।
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, ‘শুধু গতরাতে না, আগের রাতেও বেশ কয়কেটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি- র্যাব, এন্টিটেরোরিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে একটা পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। এইভাবে দেখি উন্নতি হয় কি না, তা না হলে আমাদের অন্য স্টেপ নিতে হবে।’
ঢাকার অপরাধটা একটু আলাদা, সারাদেশের টপোগ্রাফির সঙ্গে মেলে না জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই। আপনারা আমদেরকে জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও পাচ্ছি। আশা করি পরিস্থিতির উন্নতি হবে।’
অপারেশন ডেভিল হান্টে বড় অপরাধী না ধরা পড়ার বিষয়ে আইজিপি বলেন, ‘কারা ধরা পড়ছে দেখেন। চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। জেলা পর্যায়ে বিশেষত, ধরা পড়ছে।’
সারাবাংলা/এসআর
অপরাধ অপরাধ নিয়ন্ত্রণ আইজিপি আইজিপি বাহারুল আলম রাজশাহী সারাবাংলা হিউম্যান রাইটস