Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ মার্চের মধ্যে ভোটার এলাকা স্থানান্তরের নির্দেশ ইসি’র

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৭

ঢাকা: আগামী ১৫ মার্চের মধ্যে ভোটার হালনাগাদে এলাকা স্থানান্তরের কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ২৩ ফেব্রুয়ারি ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব উপজেলা, থানা ও নিবন্ধন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারদের তথ্য-উপাত্ত মূল সার্ভারে নির্ধারিত তারিখের মধ্যে আপলোড করার পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আগামী ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে

উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ শুরু হয় ২০ জানুয়ারি। যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এর মধ্যে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং সুপারভাইজারদের মাধ্যমে যাচাই কার্যক্রম এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

সারাবাংলা/এনএল/আরএস

নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর