Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২২ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটে লাগা আগুন রাত ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

এদিন রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর জানতে পারি। সেখানে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় ১২টা ৫২ মিনিটে। পরে আমাদের আট ইউনিট কাজ করে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল, এমন সময় আগুন নিয়ন্ত্রণে আসে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই মিডিয়া কর্মকর্তা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন কড়াইল বস্তি নিয়ন্ত্রণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর