Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মারপাড়ে মুখে স্কচটেপ লাগানো যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭

মরদেহের মুখে স্কচটেপ লাগানো ছিল

রাজশাহী: রাজশাহী মহানগরীর পদ্মারপাড়ে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পায় ভ্রমণ করতে আসা মানুষজন।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তার মুখ পলিথিন দিয়ে ঢাকা, এর ওপরে স্কচটেপ লাগানো আছে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ যায়।

নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ‘শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাকে হত্যা করা হতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই

যুবকের মরদেহ উদ্ধার রাজশাহী স্কচটেপ

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর